ঢাকা: রাজধানীর বংশালে যাত্রাবাহী বাস চাপায় আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বংশাল থানার সামনের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে পথচারী ইসমাইল হোসেন তাফসির জানান, সদরঘাটগামী তানজিল পরিবহন নামে একটি যাত্রাবাহী বাস ভ্যানে বসে থাকা ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পরে গুরুত্বর আহত হন। এরপরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তিনি মারা যান।
তিনি আরও জানান, ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যান। মৃত ব্যক্তির পকেটে পাওয়া জাতীয় পরিচয় পত্র থেকে তার নাম পরিচয় জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বংশাল এলাকা থেকে ওই ব্যক্তিকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।