Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৬:৪৯

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে তৌহিদ সর্দার (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন।

রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত তৌহিদ সর্দ্দার নওদা খাদিমপুর এলাকার মৃত মোজাহার সর্দারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ, এলাকায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন পরিবারের সঙ্গে সর্দার পরিবারের বিরোধ চলে আসছিল।

গতকাল গায়েন পরিবারের কয়েকজন ছেলে স্কুলে যাওয়ার পথে সর্দার পরিবারের লোকজন তাদের মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে সকালে সর্দার পরিবারের লোকজন মাঠে কাজ করতে যাওয়ার পথে গায়েন পরিবারের লোকজন তাদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তৌহিদ সর্দারসহ ১১ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তৌহিদ সর্দার মারা যায়। অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র ওই দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। হতাহতের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সারাবাংলা/এসআর

আহত কুষ্টিয়া নিহত প্রতিপক্ষের গুলিতে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর