নতুন উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৫ গাড়ি
১০ নভেম্বর ২০২৪ ১৭:৪২
ঢাকা: অন্তবর্তী সরকারে যুক্ত হতে যাওয়া নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে এসকল গাড়ি পরিবহণ পুল থেকে সচিবালয়ে নিয়ে আসা হয়েছে। মন্ত্রিপরিষদ সুত্রে জানা গেছে, এখান থেকে গাড়িগুলো নতুন উপদেষ্টাদের বাড়িতে পাঠানো হবে।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ানো হবে। সেজন্য পরিবহণ পুল থেকে গাড়ি প্রস্তুত করা হয়েছে।
পরিবহণ পুলের কর্মর্কতারা জানিয়েছেন, দুপুরের পরে তাদেরকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরইমধ্যে তিনমাস পার করেছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এ নিয়ে রাজনীতিবিদদের প্রায়ই অভিযোগ, এক ব্যক্তি একইসঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় সরকারের কাজে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে। তাই বিভিন্ন সময়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর দাবি তুলেছিলেন তারা।
সারাবাংলা/জেআর/এমপি