উইন্ডিজ সফরে নেই মোস্তাফিজ?
১০ নভেম্বর ২০২৪ ১৮:১৫
আফগানিস্তানের বিপক্ষে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ব্যস্ত সূচি বাংলাদেশের। শারজায় সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফরে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু লম্বা এই সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না মোস্তাফিজুর রহমান। মূলত সন্তানসম্ভবা স্ত্রীর থাকতেই বিসিবি থেকে ছুটি চেয়েছেন এই পেসার।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, ইতোমধ্যে প্রাথমিকভাবে তার ছুটির আবেদন মঞ্জুর করেছে বিসিবি। আফগানিস্তান সিরিজ শেষ করে আগামী ১৩ নভেম্বর দেশে ফেরার কথা মোস্তাফিজের। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের বরাতে জানা গেছে, মোস্তাফিজ দেশে ফেরার পর তার সাথে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।
টেস্ট ক্রিকেট থেকে অনেকদিন ধরেই বাইরে মোস্তাফিজুর। টিম ম্যানেজমেন্টও তাকে রাখেনি টেস্টের পরিকল্পনায়। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বিসিবির চাওয়া, মোস্তাফিজ যদি সাদা বলের যেকোনো একটা সিরিজে খেলতে পারেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ;মোস্তাফিজ ছুটি চেয়েছে এটা সত্যি। তবে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি, যেহেতু হাতে কিছু সময় আছে এখনো। মোস্তাফিজ আসলে পর ওর সাথে কথা বলে দেখব, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ফরম্যাটের কোনো একটা সিরিজে খেলতে পারে কিনা। এবং একইসাথে মাথায় রাখতে হবে এটা কিন্তু ওর পারিবারিক বিষয়।’
২২ নভেম্বর টেস্ট দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। টেস্ট স্কোয়াডের সদস্যরা দুবাই থেকেই রওনা হবেন উইন্ডিজের পথে। বাংলাদেশ থেকে তাইজুল ইসলাম ও মুমিনুল হক দলের সাথে যোগ দেবেন দুবাইতেই। ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর, টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর থেকে।
সারাবাংলা/জেটি
বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর মোস্তাফিজুর রহমান