Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ এত দেউলিয়া যে ট্রাম্পের ছবি ঝুলিয়ে আসার চেষ্টা করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৮:৩০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২০:২৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে এতখানি দেউলিয়া হয়ে গেছে যে, তাদের এখন ট্রাম্পের ছবি ঝুলিয়ে ফিরে আসার চেষ্টা করতে হচ্ছে। কিন্তু গণহত্যার জন্য দায়ী অনুশোচনাহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার কোনো অবকাশ নেই।

রোববার (১০ নভেম্বর) শহিদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, ‘চোরাগোপ্তা পথে ট্রাম্প বা মোদিকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। হাজারও ছাত্র-শ্রমিক-জনতা হত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার না হলে ’৮৭ সালের শহিদ নূর হোসেন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহিদদের আত্মা শান্তি পাবে না।’

নূর হোসেনের জীবনদানের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছিল উল্লেখ করে সাইফুল হক বলেন, ‘কিন্তু স্বৈরতন্ত্রের বিনাশ হয়নি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হাসিনা সরকারকে বিদায় দিয়েছে কিন্তু এখনো অগণতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা অক্ষুণ্ন রয়েছে। শেকড়শুদ্ধ এই ব্যবস্থার মূলোৎপাটন ঘটাতে না পারলে গণতন্ত্র, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা যাবে না।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দাবি করে বলেন, শহিদদের রক্তভেজা পথেই বাংলাদেশের জনগণকে তাদের অধিকার ও মুক্তির দিশা খুঁজে নিতে হবে।

এর আগে, পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাপোলো জামালী, মীর রেজাউল আলম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

আওয়ামী লীগ ছবি টপ নিউজ ট্রাম্প দেউলিয়া

বিজ্ঞাপন

সংস্কার, নির্বাচন ও জনগণ
৬ ডিসেম্বর ২০২৪ ২০:০০

আরো

সম্পর্কিত খবর