Friday 13 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে সাবেক কাউন্সিলের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৮:৪৬

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল হাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) সকালে তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

আবু তালেব নাগেশ্বরী পৌরসভার ৭নং ওয়ার্ডের বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। ওই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

কাউন্সিলরের ভাই আবু তালেব জানান, সুপারির ব্যবসা করতেন আব্দুল হাই। মাগুরার এক ব্যবসায়ীর সঙ্গে অর্থ লেনদেন নিয়ে ঝামেলা হয়। সেখানকার আদালতে তার নামে চেক জালিয়াতির মামলা হয়।

এছাড়াও বেশ কিছু ঋণ ছিল তার। সব মিলে কয়েক বছর যাবৎ হতাশায় ভুগছিলেন। এসব কারণে নেশাতেও জড়িয়ে পড়েন তিনি। আজ সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর সঙ্গে কথা হয়েছে তার। স্ত্রী কাজে বাড়ির বাইরে গেলে ফাঁকা বাড়িতে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কাউন্সিলর।

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মানসিক চাপ থেকে দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন আব্দুল হাই। মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এ ঘটনায় কারও পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাগেশ্বরী থানার এসআই মিজানুর রহমান বলেন, আজকে মাগুরায় আদালতে চেক জালিয়াতির মামলার হাজিরা ছিল। সেখানে টাকা নিয়ে যাওয়ার কথা। সব মিলে মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর