‘পতিত শক্তি মাথাচাড়া দিলেই দুমড়ে-মুচড়ে ভেঙে দেবো’
১০ নভেম্বর ২০২৪ ১৯:৩৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:৪৮
চট্টগ্রাম ব্যুরো: ছাত্র-জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীতে গণজমায়েত কর্মসূচি পালন করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম’। এসময় তারা বলেন পতিত শক্তি মাথাচাড়া দিলেই দুমড়ে-মুচড়ে ভেঙে দেওয়া হবে। যে মাটিতে আবু সাঈদ, ওয়াসিম, শান্তর রক্ত লেগে আছে সেখানে আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না।’
রোববার (১০ নভেম্বর) বিকেলে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ এসব কথা বলেন।
এর আগে মিছিল চকবাজার, গণি বেকারির মোড়, জামালখান, চেরাগী, আন্দরকিল্লা, লালদিঘী হয়ে বিকেল পাঁচটার দিকে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে ‘একটা দুইটা লীগ ধর- ধরে ধরে জবাই কর, আওয়ামী লীগের আস্তানা- জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ফ্যাসিবাদের বিরুদ্ধে- এক হয়েছে বাংলাদেশ, হৈ হৈ রৈ রৈ- স্বৈরাচার গেলি কই,’ -এ ধরণের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘২০০ বছর ধরে বিভিন্ন শক্তি আমাদের শোষণ করেছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের মুক্তিকামী জনতা রাজপথে নেমে সেসব অপশক্তিকে রুখে দিয়ে আমাদের বিজয়কে ছিনিয়ে এনেছে। তেভাগা আন্দোলন, ৭৫’র অভ্যুত্থান থেকে শুরু করে ৯০’র গণঅভ্যুত্থানে আমাদের ভাইয়েরা রাজপথে রক্ত দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য আমরা রাজপথে প্রস্তুত আছি। সে ধারাবাহিকতায় ২০২৪ সালে বিগত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিবাদী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিলাম। যদি কোনো পতিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করে, আমরা সে মাথা দুমড়ে-মুচড়ে ভেঙে দেব। যে মাটিতে আবু সাঈদ, ওয়াসিম, শান্তর রক্ত লেগে আছে সেখানে আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না।’
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মো. জুনায়েদ, মোরশেদসহ আরও কয়েকজন সংগঠক।
সারাবাংলা/আইসি/এসআর
চট্টগ্রাম ছাত্র-জনতার আন্দোলন দুমড়ে-মুচড়ে ভেঙে দেব পতিত শক্তি মাথাচাড়া