Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র জনতার মারধরে আহত ৫

স্টাফ রিপোর্টার
১০ নভেম্বর ২০২৪ ১৯:৫২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২২:৫১

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকায় ছাত্র জনতার মারধরে আহত হয়ে অন্তত পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোববার (১০নভেম্বর) বিকালের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

আহতরা হলেন, রাজু আহমেদ মিরান (৫০), মো. হৃদয় (২৫), রাসেল হায়দার (৪২), রাকিব (২৩) ও মোহাম্মদ আলী (৩৫)।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস জানান, গুলিস্তান স্টেডিয়ামের পাশে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় ছাত্রজনতা মিরান ও হৃদয় নামে ওই দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তখন চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তারা শঙ্কামুক্ত। চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হবে।

বেলা সাড়ে ৩টার দিকে গুলিস্তান নুর হোসেন চত্ত্বর আওয়ামী লীগ সমর্থক রাকিব নামে ওই যুবক জয় বাংলা স্লোগান দিলে বৈষমবিরোধী ছাত্ররা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা তাকে গণধোলাই দেন। পরে শাহবাগ থানার এসআই হারুন অর রশিদ তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসেন।

একই স্থানে গণধোলাইয়ের শিকার হন রাসেল হায়দার। তিনিও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় গণধোলাইয়ের শিকার হন। পরে শাহবাগ থানার এসআই রায়হান তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

গুলিস্তান আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মারধরের শিকার হন মোহাম্মদ আলী। তিনি দৈনিক গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার। পেশাগত কাজে ভিডিও করার সময় মারধরের শিকার হয়েছেন বলে তিনি নিজে দাবি করেছেন।

সারাবাংলা/এসএসআর/এমপি

বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৪ ০০:০২

আরো

সম্পর্কিত খবর