Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা নয়, ড. ইউনূসের বিশেষ সহকারী হচ্ছেন ডা. সায়েদুর

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৯:৫৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২২:৫১

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান

ঢাকা: অন্তর্বর্তী সরকারে নতুনভাবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন আরও পাঁচ জন। এর মধ্যে তিন জন সরকারের উপদেষ্টা হিসেবে রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে শপথ নিয়েছেন। আর দু’জন নিয়োগ পাবেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে।

উপদেষ্টা হিসেবে যারা নিয়োগ পাচ্ছেন তারা তিন জন হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলেনর সমন্বয়ক মাহফুজ আলম। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরীরও শপথ অনুষ্ঠানে ডাক পাওয়ার বিষয়ে জানা গিয়েছিল। কিন্তু পরে জানা যায়, তাদের দু’জনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এর আগে গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. সায়েদুর রহমান এর আগে বিএসএমএমইউয়ের ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালক এবং রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএসএমএমইউতে যোগ দেওয়ার আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন তিনি।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ড. মুহাম্মদ ইউনূস ডা. সায়েদুর রহমান বিশেষ সহকারী

বিজ্ঞাপন

এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন দলে
১০ ডিসেম্বর ২০২৪ ২২:২১

আরো

সম্পর্কিত খবর