Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বাছাই কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২০:০৬ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২২:৫১

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ দিতে একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে কমিটির সভাপতি করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বাছাই কমিটি গঠন করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জারি করা আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের সুপারিশ দিতে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ এর ৭ ধারা অনুযায়ী এই বাছাই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ও মো. মাহবুব হোসেন (সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব)।

এতে আরও বলা হয়, বাছাই কমিটি কমিশনার নিয়োগে সুপারিশ দিতে উপস্থিত সদস্যদের কমপক্ষে ৩ জনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করবে। এরপর আইনের ধারা ৬-এর অধীনে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। কমপেক্ষে ৪ জন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম হবে।

এই বাছাই কমিটির কার্য-সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

সারাবাংলা/ জেআর/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর