চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে মহেশপুরের গুড়দাহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের সহযোগীতায় জীবননগর থানা পুলিশ ইউপি চেয়ারম্যান মিল্টন মোল্লাকে গ্রেফতার করে। সে একটি মামলার এজাহারভুক্ত আসামি।