Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আ.লীগ নেতা আটক

লোকাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২১:১৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২১:৩০

বেনাপোল : বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া চুড়ামনকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আলফাজ উদ্দিনকে (৫৭) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আটক আলফাজ উদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সে গোপিনাথপুর এলাকার এবাদত হোসেনের ছেলে। তিনি হত্যা মামলার আসামী।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামী আলফাজ উদ্দিনকে আটক করা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর