Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা এখন ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চান’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২২:০৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২৩:৪৯

ঢাকা: শেখ হাসিনা এখন ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘ঐতিহাসিক ৭ নভেম্বর: শহিদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে জিয়া পরিষদ।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনা কত নিষ্ঠুর, রাষ্ট্র ক্ষমতার জন্য কত নির্মম ছিল। কত ছাত্র উনি মেরেছেন। আল্লাহর গজব উনার ওপর পড়েছে। এখন ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাঁচতে চান।

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আসেন না বাংলাদেশে, এত বড় বড় কথা বলেন…বাংলাদেশে আসেন। এখন জিয়াউর রহমান নাই। তার দল বিএনপি আছে। তার বাংলাদেশের জাতীয়বাদ আছে। আমরা সবাই মিলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব।’

হাফিজ বলেন, ‘গত ১৬ বছর আমাদের জন্য কঠিন গেছে। আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি। কিন্তু এরা যে কত নিষ্ঠুর-নির্মম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের আসল রূপ প্রকাশ পেয়েছে। গত ১৭ বছর ধরে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো তাদের বিরুদ্ধে কঠিন আন্দোলনে লিপ্ত ছিল। এ সময় অনেকে শাহাদাৎবরণ করেছে।’

জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জিয়া পরিষদের মহাসচিব ডক্টর ইন্তাজ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

ট্রাম্পের ছবি বিএনপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর