Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বশির পেলেন বাণিজ্য-পাট, সংস্কৃতিতে ফারুকী

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২২:৩৬

উপদেষ্টা সেখ বশির উদ্দিন (বাঁয়ে) ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (ডানে)। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বঙ্গভবনে নতুন শপথ নেওয়া উপদেষ্টা পরিষদের তিন উপদেষ্টার দুজনের মধ্যে দফতর বণ্টন করেছে সরকার। এর মধ্যে একজন দুটি ও আরেকজন একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শপথ নেওয়া আরেক উপদেষ্টাকে এখনো কোনো দফতর দেওয়া হয়নি।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিন উপদেষ্টা। রাতেই তাদের দুজনের মধ্যে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন- শপথ নিলেন ৩ উপদেষ্টা

অন্যদিকে সবার অনুমান সত্য করে চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে এসে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মাহফুজ আলমকে এখনো কোনো দফতরের দায়িত্ব দেওয়া হয়নি।

এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সহ তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন আসিফ নজরুল। এখন তিনি বাকি দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন সালেহ উদ্দিন আহমেদ। তিনি এখন কেবল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।

অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আগের দায়িত্বপ্রাপ্ত নৌ পরিবহণ মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে পেয়েছেন।

বিজ্ঞাপন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আবার এতদিন ছিল আসিফ মাহমুদ সজীব ভূইয়ার দায়িত্বে। এটি এম সাখাওয়াতের দায়িত্বে যাওয়ায় তিনি আগের যুব ও ক্রীড়ার পাশাপাশি এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সামলাবেন।

স্থানীয় সরকারের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হাসান আরিফ। তিনি ভূমির সঙ্গে বেসামরিক বিহান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, যেটি অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বে ছিল।

এর বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদারকে এবার দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মন্ত্রণালয়টিও এতদিন প্রধান উপদেষ্টার অধীনে ছিল।

রদবদলের পর দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টার হাতে থাকা দফতরের সংখ্যা ছয়টি থেকে কমে এখন হয়েছে চারটি। খাদ্য ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে অন্য উপদেষ্টাদের মধ্যে বণ্টন করে দেওয়ায় এখন তার দায়িত্বে থাকা চারটি দফতর হলো— মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতদিন উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া উপদেষ্টা ছিলেন ২০ জন। আরও তিনজন যুক্ত হওয়ায় এখন ২৩ জন উপদেষ্টা স্থান পেলেন অন্তর্বর্তী সরকারে। প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের আকার দাঁড়াল ২৪ জনে।

এর আগে ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। একদিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

উপদেষ্টা উপদেষ্টা পরিষদ দফতর পুনর্বণ্টন দফতর বণ্টন মাহফুজ আলম মোস্তফা সরয়ার ফারুকী সেখ বশির উদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর