ভার কমলো প্রধান উপদেষ্টার, আরও ৬ জনের দফতর পুনর্বণ্টন
১০ নভেম্বর ২০২৪ ২৩:৩৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০১:১১
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন তিন নতুন উপদেষ্টা। তাদের দুজনের মধ্যে দফতর বণ্টন করেছে সরকার। তা করতে গিয়ে পরিষদের আগের উপদেষ্টাদের দফতরও রদবদল করতে হয়েছে। সব মিলিয়ে ছয় উপদেষ্টার দফতরে রদবদল এসেছে। দুটি দফতরের দায়িত্ব ছেড়েছেন খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।
আগের উপদেষ্টাদের মধ্যে যে ছয়জনের মধ্যে দফতর পুনর্বণ্টন হয়েছে তারা হলেন— সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আলী ইমাম মজুমদার, এ এফ হাসান আরিফ, আসিফ নজরুল ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এই ছয়জনের মধ্যে সালেহ উদ্দিন আহমেদ ও আসিফ নজরুলের দায়িত্ব কমেছে। হাসান আরিফ, আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও এম সাখাওয়াত হোসেনের দফতর বদল হলেও দায়িত্বভার কমেনি, রয়েছেন দুটি করে মন্ত্রণালয়ের দায়িত্বে। আর দফতর না থাকা আলী ইমাম মজুমদারকে প্রথম কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবার।
আরও পড়ুন- বশির পেলেন বাণিজ্য-পাট, সংস্কৃতিতে ফারুকী
রোববার (১০ নভেম্বর) নতুন তিন উপদেষ্টা শপথ নেওয়ার পর রাতে প্রধান উপদেষ্টাসহ সাত উপদেষ্টার দফতর পুনর্বণ্টন ও নতুন দুই উপদেষ্টার মধ্যে দফতর বণ্টনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ দিন উপদেষ্টা হিসেবে শপথ নিলেও মাহফুজ আলমকে কোনো মন্ত্রণালয় বা দফতরের দায়িত্ব এখনো দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনের তথ্য বলছে, রদবদলের পর প্রধান উপদেষ্টার হাতে থাকা দফতরের সংখ্যা ছয়টি থেকে কমে হয়েছে চারটি। তার দায়িত্বে থাকা খাদ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় অন্য উপদেষ্টাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা চারটি দফতর হলো— মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে ছেড়ে দেওয়া খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আলী ইমাম মজুমদারকে। তিনি এত দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
আরও পড়ুন- আবারও পরিবর্তন হলো এম সাখাওয়াত হোসেনের দফতর
প্রধান উপদেষ্টার ছেড়ে দেওয়া আরেক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনের দায়িত্ব দেওয়া হয়েছে হাসান আরিফকে। পাশাপাশি তিনি আগের মতো ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকবেন। তাকে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে। তিনি আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন স্থানীয় সরকারের সঙ্গে যুব ও ক্রীড়ার দায়িত্বে থাকবেন তিনি।
দফতর পুনর্বণ্টন হয়েছে এম সাখাওয়াত হোসেনেরও। আগের দায়িত্বপ্রাপ্ত নৌ পরিবহণ মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে দেওয়া হয়েছে তাকে। তার অধীনে থাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব এখন দেওয়া হয়েছে নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে।
আরও পড়ুন- শপথ নিলেন ৩ উপদেষ্টা
বশির উদ্দিন এর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। দুটি মন্ত্রণালয়ই সামলাবেন তিনি। আর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। এখন থেকে তিনি কেবল অর্থ উপদেষ্টা হিসেবে কর্মরত থাকবেন।
এদিকে ড. আসিফ নজরুলের দায়িত্বে ছিল তিনটি মন্ত্রণালয়— আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। শেষ মন্ত্রণালয়টির ভার থেকে মুক্ত করা হয়েছে তাকে। বাকি দুটির দায়িত্ব তিনি পালন করতে থাকবেন। আর শেষোক্ত তথা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন নতুন যুক্ত হওয়া উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আরও পড়ুন- উপদেষ্টা নয়, ড. ইউনূসের বিশেষ সহকারী হচ্ছেন ডা. সায়েদুর
ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। একদিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে ১৩ জন উপদেষ্টা শপথ নেওয়ার মাধ্যমে এই সরকারের যাত্রা শুরু। এরপর একাধিক দফায় বাড়ানো হয়েছে উপদেষ্টা পরিষদের কলেবর। সবশেষ প্রধান উপদেষ্টাসহ ছিলেন ২১ জন। নতুন তিনজন যুক্ত হয়ে এখন উপদেষ্টা পরিষদের আকার দাঁড়াল ২৪ জনে।
সারাবাংলা/জিএস/টিআর
উপদেষ্টা উপদেষ্টা পরিষদ ড. মুহাম্মদ ইউনূস দফতর পুনর্বণ্টন দফতর বণ্টন প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগ