Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ০৯:৫২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১১:০১

গাজার জাবালিয়ায় বাড়িতে হামলায় বেসামরিক মানুষ নিহত হয়

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবালনে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় নিহত হয়েছে অন্তত ৮৬ জন। সোমবার (১১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বৈরুতের উত্তরে বাইব্লোসের কাছে আলমাতে রোববার সাত শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে।

উত্তর গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় দুটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এর আগে, রোববার ভোরে প্রথম আঘাতটি জাবালিয়ায় একটি বাড়িতে হানে। সেখানে আরও ১৩ শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।

দেশটির, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য মতে, গাজা শহরের সাবরা পাড়ায় আরও পাঁচজন নিহত হয়েছে। তবে কিছু লোক এখনও নিখোঁজ রয়েছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে, হিজবুল্লাহ লেবাননে অস্ত্র মজুত করেছে এবং সেখান থেকে কাজ করছে। বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে বিমান নজরদারি এবং সুনির্দিষ্ট বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণে একটি পৃথক ঘটনায়, ইসরায়েলি হামলায় অ্যাডলউনের একটি ইসলামিক হেলথ অথরিটি ভবনে আঘাত হানলে তিনজন চিকিৎসা কর্মী নিহত হয়।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল-লেবানন যুদ্ধ ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর