Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির শামা ওবায়েদ ও শহিদুলের স্থগিতাদেশ প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ০৯:৩৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১০:৪৪

শ্যামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুল

ঢাকা: আড়াই মাস পর বিএনপির শ্যামা ওবায়েদ ও কৃষক দলের শহিদুল ইসলাম বাবুলের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

রোববার (১০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা আলাদা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শামা ওবায়েদ ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং শহিদুল ইসলাম বাবুল কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

গত ২১ অগাস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শ্যামা ওবায়েদ এবং শহিদুল ইসলাম বাবুলের সকল পর্যায়ের পদ স্থগিত করে বিএনপি।

শনিবার দুই নেতার কাছে আলাদা আলাদা পত্রে বলা হয়, উল্লিখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হল। তারা এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন।

শহিদুল ইসলাম বাবুলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত হওয়ার পর কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে।

সারাবাংলা/এজেড/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর