ইসরায়েলে ফ্লাইট স্থগিতই থাকছে ইউরোপের ৩ এয়ারলাইন্সের
১১ নভেম্বর ২০২৪ ১১:৫৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:০৪
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইসরায়েল থেকে তিনটি প্রধান ইউরোপীয় এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে। রোববার (১০ নভেম্বর) ইসারায়েলি গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
ইতালিয় এয়ারলাইন আইটিএ এয়ারওয়েজ জানায়, আগামী ১২ জানুয়ারী পর্যন্ত ইসরায়েল থেকে আসা ও যাওয়ার সমস্ত ফ্লাইট বন্ধ থাকবে। এই আইটিএ এয়ারওয়েজ হল একমাত্র ইতালিয় এয়ারলাইন, যেখান থেকে ইসরায়েলে নিয়মিত ফ্লাইট চলাচল করত।
ফ্রান্সের ক্যারিয়ার এয়ার ফ্রান্সও আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলে তাদের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। আগে এটি শুধু সাপ্তাহিক ভিত্তিতে তার ফ্লাইট বাতিল করেছিল। এয়ারলাইনটি প্রাথমিকভাবে ১২ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল। কিন্তু এখন এটি আরও সময় বাড়িয়েছে।
গ্রিক এয়ারলাইন এজিয়ান এয়ারলাইন্সও সময় বাড়িয়ে ঘোষণা করেছে, তারা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলে ফ্লাইট বন্ধ রাখেবে।
সাম্প্রতিক সময়ে আরও বেশ কয়েকটি ইউরোপীয় এয়ারলাইন্স ইসরায়েলে ফ্লাইট বাতিল করেছে কিংবা তাদের স্থগিতাদেশ বাড়িয়েছে।
ভার্জিন এবং ডেল্টাসহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত ইসরায়েলে ফ্লাইট বাতিল করেছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণের কারণে আঞ্চলিক উত্তেজনা বেড়েয়েই চলছে। গত বছর যুদ্ধ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৫০০ জনও বেশি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
সারাবাংলা/এইচআই