Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে পুলিশের গুলিতে নিহত, ৪ হত্যা মামলার তদন্তে সিআইডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১২:২৩

সিআইডি

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় দায়ের করা চারটি হত্যা মামলার তদন্ত করার দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ–সিআইডি।

রোববার (১০ নভেম্বর) রাতে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রংপুর মহানগরীর সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সরকারদলীয় নেতাকর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়।

তারা হলেন—শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন।

তিনি আরও জানান, নিহতের স্বজনরা বাদী হয়ে আদালতে পৃথক চারটি হত্যা মামলা করলে বিচারক এসব মামলা এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দিলে কোতোয়ালি থানায় চারটি হত্যা মামলা রেকর্ড করা হয়। মামলাগুলো এতোদিন পুলিশ তদন্ত করছিল। কয়েকদিনের মধ্যে চারটি হত্যা মামলার সব নথিপত্র সিআইডি পুলিশের কাছে হস্তান্তরিত করা হবে।

উল্লেখ্য, চারটি মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ আওয়ামী লীগের মহানগর ও জেলা কমিটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

মহাসমাবেশের ডাক ইমরানের
৬ ডিসেম্বর ২০২৪ ২০:৩২

বক্স অফিসে তছনছ ‘পুষ্পা ২’র
৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৮

আরো

সম্পর্কিত খবর