Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে অন্তর্বর্তীকালীন পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৩:১৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৯:৩৩

নবগঠিত পরিষদের চেয়ারম্যান হিসাবে অধ্যাপক থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য অনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন নবগঠিত পরিষদের চেয়ারম্যান হিসাবে অধ্যাপক থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য অনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের পরিষদের অন্যান্য বিভাগের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।

বিজ্ঞাপন

জুলাই-আগস্টের গণআন্দোলনের মুখে ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় দুর্নীতিগ্রস্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও তার পরিষদের সদস্যরা পালিয়ে যান।

পরে অন্তর্বর্তীকালীন সরকার পরিষদ ভেঙে দিয়ে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে চেয়ারম্যান ও ১৪ জন সদস্য নিয়োগ দিয়ে মাধ্যমে অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়

সারাবাংলা/এইচআই

অন্তর্বর্তীকালীন পরিষদ পার্বত্য জেলা পরিষদ বান্দরবান

বিজ্ঞাপন

সিনেমার ফেরিওলার জন্মদিন
৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২

পালটে গেছে তাদের জীবন
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫

মুক্তিযুদ্ধে ফেনীর অবদান
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৩

আরো

সম্পর্কিত খবর