Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি ফজলে করিম ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৩:৩২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৩

সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। সকালে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় এ বি এম ফজলে করিম চৌধুরীকে।

চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ সারাবাংলাকে জানান, ‘রাউজান থানার একটি অস্ত্র মামলায় সাবেক সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এসব অস্ত্রের মধ্যে রাইফেল ছাড়া বাকি সব অস্ত্র ছিল অবৈধ। এ ঘটনায় ফজলে করিমের বিরুদ্ধে রাউজান থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।

ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ বি এম ফজলে করিম চৌধুরী ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে।

বিজ্ঞাপন

ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, সংঘর্ষসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের রাউজান, চান্দগাঁও, পাঁচলাইশ, কোতয়ালী থানাসহ আদালতে কমপক্ষে ১০টি মামলা হয়েছে।

সারাবাংলা/আইসি/এইচআই

এ বি এম ফজলে করিম চৌধুরী রিমান্ডে

বিজ্ঞাপন

মহাসমাবেশের ডাক ইমরানের
৬ ডিসেম্বর ২০২৪ ২০:৩২

বক্স অফিসে তছনছ ‘পুষ্পা ২’র
৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৮

আরো

সম্পর্কিত খবর