Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বচ্ছতা নিয়ে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান পাট উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৯:১২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:০৩

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ঢাকা: শপথ নেওয়ার পরদিনই নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সদ্য দায়িত্ব পাওয়া বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ‘পাটের অতীত ঐতিহ্য ও ইতিহাস আছে। এর সম্ভাবনার কোন ঘাটতি নেই। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশ উপকৃত হলে আমরা সবাই উপকৃত হবো। পাটের ঐতিহ্য পুনর্জাগরণে এবং দেশের স্বার্থে সবাইকে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১১ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য উপদেষ্টা।

সভার শুরুতে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন অতি. সচিব এএনএম মঈনুল ইসলাম। এসময় অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, অতি. সচিব সুব্রত শিকদার, অতি.সচিব আরিফুর রহমান খান, যুগ্মসচিব রায়না আহমদ, উপসচিববৃন্দসহ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নেন শেখ বশিরউদ্দীন। পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় তাকে। আজ (১১ নভেম্বর) উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তাঁর প্রথম কার্যদিবসে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।

সারাবাংলা/ জেআর

সারাবাংলা/জেআর/এনজে

ঢাকা পাট উপদেষ্টা বস্ত্র ও পাট উপদেষ্টা স্বচ্ছতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর