Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণকে প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ২২:০৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ০১:২২

ঢাকা: সদ্য দায়িত্ব পাওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, জনগণকে মুখ্য রেখে সার্বিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বলেন, কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখা এবং দক্ষতার সঙ্গে কাজ করাই এখন বড় চ্যালেঞ্জ ।

সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে উপদেষ্টা একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সিনিয়রদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনকল্যাণমূলক কাজ করতে হবে যা ভবিষ্যতে উদাহরণ হিসেবে বিবেচিত হবে। এই মন্ত্রণালয়ের কাজে জনসম্পৃক্ততা বেশি, জনকল্যাণে সবচেয়ে বড় শক্তির উৎস জনগণ। জনকল্যাণে কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই।

সদ্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সদ্য বিদায়ী উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, এটা কোন রুটিন সরকার নয়, বিপ্লবী সরকার। আমাদের মূল দাবি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। একাত্তরের মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল, তেমনি ২০২৪ সালের আন্দোলন শুধু ঢাকা কেন্দ্রিক ছিলো না। এর ধাক্কা লেগেছে সমস্ত দেশে। এ সময় মন্ত্রণালয়ের সবার কাজের প্রশংসা করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নজরুল ইসলাম। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর