যতদিন মাঠের বাইরে থাকবেন ইয়ামাল-লেভানডস্কি
১২ নভেম্বর ২০২৪ ১২:৩৫
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে লা লিগায় এবারের মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে বার্সেলোনা। সেই ম্যাচের আগেই ইনজুরিতে পড়ে একাদশে থেকে ছিটকে গিয়েছিলেন লামিন ইয়ামাল। ওই ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন রবার্ট লেভানডস্কিও। বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, ইনজুরির কারণে বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইয়ামাল ও লেভানডস্কিকে। আর এতেই নেশনস লিগের ম্যাচে স্পেন ও পোল্যান্ডের হয়ে মাঠে নামতে পারবেন না এই দুই বার্সা তারকা।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেলগ্রেডের বিপক্ষে চোট পেয়েছিলেন ইয়ামাল। অ্যাঙ্কেলের চোটে সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে মাঠে নামা হয়নি তার। উইংয়ে তার অভাবটা ভালোভাবেই টের পেয়েছে বার্সা। পুরো ম্যাচে গোলের সুযোগই তৈরি করতে পারেনি তারা। একই ম্যাচে মাঠে নেমে পিঠে চোট পেয়েছেন দলের আরেক ভরসা লেভানডস্কিও।
বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ইয়ামালকে। লেভানডস্কি খেলার বাইরে থাকবেন কমপক্ষে ১০ দিন। আর এতেই নিজ নিজ জাতীয় দলের ম্যাচ থেকে ছিটকে গেছেন তারা।
নেশনস লিগের ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না স্পেন। পর্তুগাল ও স্কটল্যান্ডের বিপক্ষে লেভানডস্কিকে পাবে না পোল্যান্ডও।
আন্তর্জাতিক বিরতির পর ২৩ নভেম্বর লা লিগার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে খেলার ফিরবে বার্সা। সেই ম্যাচেই ইয়ামাল ও লেভানডস্কিকে পাওয়ার আশা করছে কাতালানরা।
সারাবাংলা/এফএম