Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একীভূত শুরু, বিস্তারিত জানতে মন্ত্রিপরিষদের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৩:১৪

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার কাজ শুরু হয়েছে। সে জন্য জননিরাপত্তা ও সুরক্ষা এই দুই বিভাগের কাজের বিস্তারিত জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো চিঠিতে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ৩ নভেম্বর দুই বিভাগকে এক করার অনুশাসন দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেই নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।

সূত্রমতে, সেবা সহজ করতে ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়। দুই বিভাগের মধ্যে জননিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে। আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এই দুই বিভাগকে আগের মতো একত্র করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন।

সংশ্লিষ্টরা বলছেন, একীভূত হলে আর্থিক ব্যয়ও কমে আসবে।

নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, দুই বিভাগ ভাগ যে উদ্দেশ্যে করা হয়েছিল তা কার্যত হয়নি। উলটো কর্মকর্তাদের মধ্যে একটা নিরব অসন্তোষের সৃষ্টি হয়েছে। এখন এটি যদি আগের মতো এক করা হয় তাহলে হয়তো ওই সমস্যা দূর হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে মন্ত্রিপরিষদ থেকে পাঠানো চিঠিতে বিভাগ গঠন বা পুনর্গঠনে সকল বিষয় মানা হয়েছিল কিনা এমন খুঁটিনাটি বিষয়গুলোও জানতে চাওয়া হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ একত্রকরণের লক্ষ্যে সংযুক্ত পরিপত্রের সকল শর্ত প্রতিপালন করে সব সংযুক্তিসহ পূর্ণাঙ্গ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ

একীভূতকরণ মন্ত্রিপরিষদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর