Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দরে বাজার মনিটরিংয়ে ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ২৩:৩১

মঙ্গলবার সকালে হিলি স্থলবন্দরে বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক। ছবি: সারাবাংলা

দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য সহনীয় রাখা ও সরবরাহ চেইন তদারকির লক্ষ্যে স্থানীয় সরকারি কর্মকর্তা, বন্দরের আমদানিকারক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় প্রথমে তিনি হিলি স্থলবন্দরের বাজার মনিটরিং করেন। এরপর উপজেলা হলরুমে বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে হিলিতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ছবি: সারাবাংলা

বাজার মনিটরিং ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস এম হাবিবুল ইসলাম, দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, হিলি স্থলবন্দরের আমদানি- রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাটের উন্নয়ন, আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলোতে এলসি সহজ করা এবং হিলি রেলওয়ে স্টেশনের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবি করেন। এ ছাড়াও সীমান্তে মাদক নির্মূলে কাজ করার জোর দাবি জানান সাংবাদিকরা।

জেলা প্রশাসক মতবিনিময় সভায় সবার দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন। পর্যায়ক্রমে সবগুলো দাবিই পূরণের আশ্বাস দেন তিনি।

সারাবাংলা/টিআর

দিনাজপুর হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর