Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদানির সঙ্গে বিদ্যুতের সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট 

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১০:৫০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৩:৪২

ঢাকা: বিদুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন।

তিনি সারাবাংলাকে বলেন, বিদুৎ নিয়ে বাংলাদেশের স্বার্থ ব্যতিরেখে ও অন্যায্যভাবে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করা হয়েছে। দেশের স্বার্থ পরিপন্থি চুক্তির শর্তুগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। নোটিশের জবাব না পেয়ে বাংলাদেশের পিডিবি ও ভারতের আদানি গ্রুপের মধ্যকার সম্পাদিত অসম, অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থি বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দায়ের করেছি।

বিজ্ঞাপন

আগামী সপ্তাহে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট শুনানির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।

এর আগে, ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়া করে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লানির্ভর কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি।

এসব চুক্তির একটি ২০১৭ সালে আদানির সঙ্গে করা ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির সভায় ১১টি বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে।

এসব তথ্য-উপাত্ত ও নথি কমিটিকে সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রও রয়েছে।

সারাবাংলা/কেআইএফ

আদানী বিদ্যুৎ প্রকল্প হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর