Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৩:৪৬

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে রড সিমেন্ট বোঝাই দুইটি ট্রলারসহ ছয় মাঝিকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ট্রলার মালিক ও টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ এ অভিযোগ করেন।

আব্দুর রশিদ জানিয়েছেন, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে আরকান আর্মির সদস্যরা জিম্মি করে নিয়ে যায়। ট্রলার দুইটিতে ছয়জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত কেউ আমাদেরকে বিষয়টি অবহিত করেননি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

কোস্টগার্ডের সেন্টমার্টিনের স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি উধ্বর্তন মহলকে জানানো হয়েছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর