Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেই জিকো, প্রবাসী কাজেমকে নিয়ে নামছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৭:৫৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৭

কিংস অ্যারেনায় অনুশীলনে বাংলাদেশ দল

মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের একাদশে জায়গা হয়নি চোট কাটিয়ে দলে ফেরা আনিসুর রহমান জিকোর। গোলরক্ষক হিসেবে হাভিয়ের কাবরেরা বেছে নিয়েছেন মিতুল মারমাকে। প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার কাজেম শাহ। 

দুই সেন্ট্রাল ডিফেন্ডার সাদ উদ্দিন ও অধিনায়ক তপু বর্মন। দুই ফুলব্যাক শাকিল আহাদ ও ঈসা ফয়সাল। চোটের কারণে ফিফার এই উইন্ডোর দুই প্রীতি ম্যাচে নেই তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ। 

বিজ্ঞাপন

মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানাও ছিটকে গেছেন চোটে।  তবে আরেক সোহেল রানা আছেন এই ম্যাচের শুরুর একাদশে। দুই উইঙ্গার রাকিব হোসেন, ফাহিম ফয়সাল। শেখ মোরসালিন খেলতে পারেন মাঝে। কাবরেরা সাধারণত ৪-৪-২ ফরমেশনেই দল সাজান। যেটা ম্যাচ চলাকালীন বদলে যায় ৪-৩-৩ ফরমেশনে। 

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ, ঈসা ফয়সাল, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

সারাবাংলা/জেটি

আনিসুর রহমান জিকো বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ-মালদ্বীপ প্রীতি ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর