Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সচেতনতার অভাবে ডায়াবেটিক রোগী বাড়ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২১:৪১

বিশ্ব ডায়াবেটিস সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: ডায়াবেটিস সারা জীবনের রোগ। এ রোগ কখনো সম্পূর্ণ সেরে যায় না। কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত নিয়মশৃঙ্খলা মেনে চললে এবং প্রয়োজনে পরিমাণমতো ওষুধ গ্রহণ করলে এ রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি বলেই ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও কাজে লাগাতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের অরগান ট্রান্সপ্ল্যান্ট ভবনের শহিদ মেজর সালেক চৌধুরী বীর উত্তম সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’ (বাডাস) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত ৫০ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস আছে। এ কারণে দেশের সব শ্রেণির মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলেন, সবারই উচিত সময়ে সময়ে রক্তের গ্লুকোজ পরীক্ষা করে দেখা যে ডায়াবেটিস আছে কি না। এ ছাড়া যেসব গর্ভবতী মেয়েদের ডায়াবেটিস আছে, তাদের যত্ন ও চিকিৎসায় বিশেষ নজর দিতে হবে। নইলে বাচ্চারও ডায়াবেটিক হওয়ার প্রচুর সম্ভাবনা থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ সামনে রেখে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য পাঁচটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে—

  • ৮০ শতাংশ ডায়াবেটিক রোগীকে রোগ নির্ণয়ের আওতায় আনা;
  • ৮০ শতাংশ ডায়াবেটিক রোগীর রক্তশর্করা সুনিয়ন্ত্রণে রাখা;
  • ৮০ শতাংশ ডায়াবেটিক রোগীর রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা;
  • ৬০ শতাংশ ডায়াবেটিক রোগী, যাদের বয়স চল্লিশের বেশি তাদের ‘স্টাটিন’ পাওয়া নিশ্চিত করা; এবং
  • ১০০% টাইপ-১ ডায়াবেটিক রোগীর কাছে ইনসুলিন ও অন্যান্য সুবিধা পৌঁছে দেওয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও ডা. সাহেলা নাসরিন, বারডেমের অ্যান্ডোক্রোইনোলজি বিভাগের অধ্যাপক মো. ফারুক পাঠান, ডা. অরূপ রতন চৌধুরীসহ অন্যরা। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক (প্রকাশনা ও গণসংযোগ) ফরিদ কবির।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে সকালে বারডেমে রোড শো (প্ল্যাকার্ড হাতে সড়কে অবস্থান কর্মসূচি), এরপর বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব এবং দুপরে আলোচনা সভা, হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।

সারাবাংলা/এসবি/টিআর

ডায়াবেটিস বিশ্ব ডায়াবেটিস দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর