Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১২:৪১ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৫:২৯

আলেপ উদ্দিন

ঢাকা: বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ডিবিতে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৩১তম ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ডিবিতে জিজ্ঞাসাবাদ শেষে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয়।

এরপর বুধবার (১৩ নভেম্বর) তার স্ত্রী ওয়াফা নুসরাত গণমাধ্যমের কাছে অভিযোগ করে জানান, বরিশালের কর্মস্থল থেকে ডিবি পরিচয়ে তার স্বামীকে কে বা কারা তুলে নিয়ে গেছে, কোথায় রাখা হয়েছে– সে বিষয়ে কিছুই জানতে পারছেন না।

তবে বুধবার রাতে বরিশাল জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন জানান, আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তাকে ঢাকার ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেকে পাঠিয়েছেন। তিনি নিজেই সেখানে গিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। কোনো আভিযানিক দলে (অপারেশনাল) বা মাঠে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ছিলেন না।

সারাবাংলা/ইউজে/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর