Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ২০:৫৪

জেলা ও দায়রা জজ আদালত ভবন, মুন্সীগঞ্জ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে অটো চালককে নির্মমভাবে হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উরমী এ রায় প্রদান করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মুছা সরকার, নজরুল ফরাজি, সবুজ চৌকিদার।

মামলার এজাহার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি এই হত্যা মামলার বাদী মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক খসরু আহম্মেদ স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার রিভার ভিউ হিমাগার সংলগ্ন মল্লিক রায় দিঘীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় পরের দিন ১৯ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে উদঘাটিত হয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটো ছিনতাই করে চালক হিমেল মীরকে হত্যা করে দিঘীতে বস্তাবন্দি মরদেহ ফেলে চলে যায়। হিমেল মুন্সিগঞ্জ সদরের গোসাইবাগ এলাকার সাইজুদ্দিনের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পর্যায়ক্রমে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় তিন বছর বিচারকার্য শেষে মামলার তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রদান করে আদালত। এছাড়া অপর তিন আসামির মামলায় সম্পৃক্ততা না থাকায় খালাস প্রদান কয়া হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন আদালতের বিচারক।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের আইনজীবী বলেন, এ রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার।

সারাবাংলা/এনজে

আদালত আমৃত্যু কারাদণ্ড মামলা মুন্সীগঞ্জ হত্যাকান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর