কপ২৯-এ যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
১৪ নভেম্বর ২০২৪ ২২:৪৫
ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অব পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তিনি ঢাকায় ফেরেন।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।’
উল্লেখ্য, গত ১২ নভেম্বর আজারবাইজান সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা দেশটির রাজধানী বাকুতে কপ-২৯ এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। এ দিন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২০ জন শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
সারাবাংলা/পিটিএম
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজান কপ-২৯ টপ নিউজ প্রধান উপদেষ্টা