Friday 15 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডির বাসায় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ০৮:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর রোডের একটি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাকাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি-১৫ এর পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা নিহতকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ভাড়াটিয়া সাইদুর রহমান বাধন বলেন, ‘একেএম আব্দুর রশিদ ওই বাসার মালিক। আব্দুর রশিদ ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে দেশে আসেন তারা। রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে। পরে তাদের রুমে গিয়ে দেখি আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাকে তৎক্ষণাৎ স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান তিনি।’

বাধন আরও জানান, তারা স্বামী-স্ত্রী দুজনেই চিকিৎসক। যুক্তরাজ্যে বসবাস করেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বর চলে যান। ধারণা করা হচ্ছে, হামলাকারী আসামী ডাকাতি করতে এসেছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

ছুরিকাঘাতে খুন ঢাকা ধানমন্ডি

বিজ্ঞাপন

টেস্টকে বিদায় বললেন সাউদি
১৫ নভেম্বর ২০২৪ ০৯:৪৪

আরো

সম্পর্কিত খবর