Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ১৫:১২ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৭:১৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শান্ত। এরআগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদরাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত শান্ত হাজারীবাগ ১০ নং গলির আফজাল হোসেনের ছেলে।

শান্তর বন্ধু জীবন আহমেদ জানায়, ‘গতরাতে বাসার পাশে মাদরাসার গলিতে কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। যারা ছুরি মেরেছে তারা পাশের এলাকার।

বিজ্ঞাপন

নিহত শান্তর বড় ভাই মিরাজ হোসেন জানান, রাতে শুকুর নামে এক কিশোরসহ কয়েকজন এলাকায় একটি বাসায় সাইকেল চুরি করার সময় দারোয়ান তাদের আটক করে। এটি শুনে সেখানে গিয়েছিল শান্ত। তখন শুকুর শান্তর বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন সকালে মারা গেছে সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর