জিততে না পেরে ভাগ্যকে দুষলেন ব্রাজিল কোচ
১৫ নভেম্বর ২০২৪ ১৬:১২
টানা জয়ে হতাশা কাটিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল ব্রাজিল। তবে আজ ভেনিজুয়েলার বিপক্ষে আবার হোঁচট খেলো সেলেসাওরা। এগিয়ে গিয়েও ভেনিজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলছেন, ভাগ্য সহায় হয়নি বলেই পূর্ণ তিন পয়েন্ট পায়নি তার দল।
পেরু ও চিলির বিপক্ষে টানা দুই জয়ের পর ভেনিজুয়েলার বিপক্ষেও জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল ব্রাজিল। রাফিনহার গোলে লিড নিয়েও সেটা আর ধরে রাখতে পারেনি সেলেসাওরা। তবে ম্যাচ জয়ের সুযোগ এসেছিল তাদের সামনে। ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস করলে ম্যাচ জয়ের আশা শেষ হয়ে যায় তাদের।
ম্যাচ শেষে দরিভাল বলছেন, ভাগ্য সহায় হয়নি বলেই ভেনিজুয়েলাকে হারাতে পারেনি ব্রাজিল, ‘আমাদের ফিনিশিংটা একেবারেই ভালো হয়নি। ব্রাজিল ম্যাচে সবকিছুই করেছে। কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল না। দারুণ একটা ম্যাচ হয়েছে। ভাগ্য সহায় থাকলে আমরা অবশ্যই জয় নিয়েই মাঠ ছাড়তাম।’
পয়েন্ট হারালেও দলের পারফরম্যান্সে খুশি দরিভাল, ‘আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেও দলের পারফরম্যান্সে আমি খুশি। সবার দারুণ খেলেছে। যা সুযোগ তৈরি করেছিল সেটা কাজেও লাগাতে পারত ভাগ্য সহায় হলে। ভুল না করলে হয়তো গোলটাও হজম করতাম না আমরা।’
বাছাইপর্বের পরের ম্যাচে আগামী ২০ নভেম্বর উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই মুহূর্তে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছেন তারা।
সারাবাংলা/এফএম