চট্টগ্রামে মহাসড়কে গেল ২ প্রাণ
১৬ নভেম্বর ২০২৪ ১৭:২৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দুই মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুপুর একটার দিকে কাভার্ডভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহত মাহফুজুর রহমানের (২৯) বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী এবং আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিপণন বিভাগে কর্মরত ছিলেন।
স্থানীয় দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ‘দুর্ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যান আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।’
এদিকে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারৈয়ারহাট সৈয়দ-সৈয়দা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহত সাঈদ আনোয়ার বাবু (২৩) ফটিকছড়ির নাজিরহাট পৌর এলাকার বাসিন্দা। সদ্য প্রবাস থেকে তিনি দেশে ফেরেন বলে পুলিশ জানিয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন সারাবাংলাকে বলেন, ‘ব্যাটারিচালিত টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। আমরা টমটম আটক করেছি। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সারাবাংলা/আরডি/পিটিএম