‘অন্যায়ের বিরুদ্ধে মানুষের আর্থিক উন্নতির চেষ্টা করছি’
১৬ নভেম্বর ২০২৪ ২৩:০৭
পঞ্চগড়: শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অন্যায়ের বিরুদ্ধে মানুষের আর্থিকভাবে উন্নতির চেষ্টা করছি।’ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড় চিনিকল কারখানা পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ রক্তাক্ত হয়ে গেছিল। ২০০৯ সাল থেকে সাড়ে ১৫ বছরে
ফ্যাসিবাদী শাসনে অসংখ্য শহিদ গুম হয়ে যাওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের উপর আমরা দাড়িয়ে আছি। আমাদের রক্ত সেই রক্তের ঋণ শোধ করতে হবে। এই শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ এবং বিশেষ করে ছাত্ররা দেশের জন্য জীবন দিল। তারা যে অত্যাচারের স্বীকার হলো, তাদের কাজের ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে। আমরা সমস্ত বন্ধ কলকারখানা চালু করতে চাই।’
এ সময় আলোচনায় পঞ্চগড় সুগার মিলস লিমিটেড ইনচার্জ সাইফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, জেলা বিএনপি আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপি আহ্বায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেদ আলি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহামান মুন্সী।
সারাবাংলা/এইচআই