Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতের আগে ইউক্রেনের জ্বালানী অবকাঠামোতে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ১৭:১৫

ভলোদিমির জেলেনস্কি

রাশিয়া ইউক্রেনের ওপর একটি বড় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। দেশটির জ্বালানী অবকাঠামো ধ্বংস ও বেসামরিক লোকদের হত্যা করার উদ্দেশ্যে এ হামালা চালানো হচ্ছে হবে দাবি করেন সংশিষ্ট কর্মকর্তারা। তারা বলেছেন শীতের আগে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস করাই ছিল তাদের অভিপ্রাশ।

রোববার (১৭ নভেম্বর) এপিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়া ইউক্রেন জুড়ে একটি বড় আকারের আক্রমণ করেছে। মোট ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন হামলা করা হয়। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ১৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।’

তিনি আরও বলেন, ‘ তাদের উদ্দেশ্য ছিল দেশ জুড়ে আমাদের জ্বালানী অবকাঠামো ধ্বংশ করা। কিন্তু দুর্ভাগ্যবশত, একটি ড্রোন হামলার আঘাতে দুই জন নিহত এবং দুই শিশুসহ ছয়জন আহত হয়েছে।’

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান পপকোর বলেন, ‘কিয়েভের ঐতিহাসিক কেন্দ্রে একটি পাঁচতলা আবাসিক ভবনের ছাদে আগুন লেগে একজন ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় গভর্নর ভিটালি কিম জানিয়েছেন, ‘পূর্বাঞ্চলীয় শহর মাইকোলাইভে অন্তত দুইজন নিহত এবং দুই শিশুসহ ছয়জন আহত হয়েছেন।’

বেসরকারী জ্বালানী কোম্পানি ডিটেক এক টেলিগ্রামে একটি বিবৃতিতে বলেছে, তাদের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সারাবাংলা/এইচআই

ড্রোন হামলা ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ রাশিয়া-ইউক্রেইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর