আয়কর রির্টান দাখিলের সময় বাড়ল ১ মাস
১৭ নভেম্বর ২০২৪ ১৮:২০
ঢাকা: আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাধারণত নভেম্বরের শেষ দিকে এসে রিটার্ন দাখিলের সময় সপ্তাহখানেক বাড়ানো হয়ে থাকে। তবে এবার নভেম্বরের মধ্যভাগে এসেই রির্টান দাখিলের সময় বাড়ানো হলো এক মাস। ৩১ ডিসেম্বর পর্যন্ত এবার ব্যক্তিশ্রেণির করদাতারা রির্টান দাখিল করতে পারবেন। রোববার (১৭ নভেম্বর) এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
এনবিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর ২০২৪ তারিখ। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সকল সরকারি কর্মচারী, সারাদেশের সকল তফশিলি ব্যাংক এর কর্মকর্তা ও কর্মচারীগণ, সারাদেশের সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এবং ওই আদেশে উল্লিখিত বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাগণের পক্ষ হতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে। সম্মানিত করদাতাগণের সুবিধার্থে কোম্পানি ব্যতীত সকল করদাতার অনলাইনে ই-রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিল উভয় ক্ষেত্রে আয়কর রিটার্ণ দাখিলের সময় এক মাস বাড়িয়ে আজ ১৭ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড একটি আদেশ জারি করেছে। আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির ফলে অনলাইন ও অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ব্যতীত সকল করদাতার জন্য জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এরই মধ্যে তিন লাখ পঁচাত্তর হাজার করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। এ বছর রিটার্ন দাখিলের অভিজ্ঞতা ঝঞ্জাটমুক্ত হবে বলে জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যাশা।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম