Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৪:২৯

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাখালী রেললাইন অবরোধ করে এবং তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নেন কলেজটির শতাধিক শিক্ষার্থী। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী এলাকায় সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না। দাবি মেনে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত শিক্ষার্থীরা অবরোধ না তোলার ঘোষণা দিয়েছেন।

তাদের দাবি, মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মহাখালীতেই আসতে হবে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না। ছবি: সারাবাংলা

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে কয়েক মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

এদিকে অবরোধের মধ্যে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। ট্রেনটি পরে সেখান থেকে চলে যায়। তবে এ সময় বেশ কয়েজন যাত্রীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানান, ঢাকামুখী ট্রেনগুলো বসা আছে টঙ্গী ও পূবাইলে। আর ঢাকা থেকে বের হওয়া অগ্নিবীণা তেজগাঁও স্টেশনে বসে আছে।

এ সময় বেশ কয়েজন যাত্রীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি: সারাবাংলা

তিনি আরও জানান, ঢাকা থেকে কয়েকটা ট্রেন ছেড়ে গেছে সেগুলো রানিংয়ে আছে। সেগুলো হলো– জয়ন্তিকা এক্সপ্রেস, কর্ণফুলী, তিতাস কমিউটর, জামালপুর এক্সপ্রেস।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মহাখালী এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয়। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি, তাদের অনুরোধ করা হচ্ছে। যাতে করে তারা রেললাইন ও সড়ক থেকে সরে যান।

সারাবাংলা/এসবি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর