Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৬:৫৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৬:৫৮

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক অভিযানে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬০০ গ্রাম ভারতীয় কোকেন (মাদক) উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ওই ব্যাটালিয়নের বিজিবির সদস্যরা রহনপুর হতে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায়  এক কেজি ২২০ গ্রাম ও দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আশ্রয়ণ বিওপির একটি টহল দল ঠোটার পাড়া থেকে ৩৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। এসব কোকেনের আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া কোকেন উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর