রায়পুরায় সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১২
১৮ নভেম্বর ২০২৪ ১৭:২১
নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কালিকাপুর গ্রামের মনসুর আলী বাড়ি ও সাবুদ আলীর বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
মনসুর আলী পরিবারের আহতরা হলেন- কালিকাপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে মকবুল হোসেন (২৫), মৃত সাদত আলীর ছেলে আশরাফ আলী (৪৫) মৃত মুক্তিযোদ্ধা শুক্কুর আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫) ও ছায়দুল ইসলাম (২৫) এবং শুক্কুর আলীর স্ত্রী আমেনা বেগম (৬০), বাচ্চু মিয়ার স্ত্রী সখিনা বেগম (৫০)।
সাবুদ আলীর পরিবারের আহতরা হলেন- মস্তু মিয়ার ছেলে মোখলেস (৫০), আলী আজমের ছেলে নাজীর মিয়া (৪৫), মৃত কালু মিয়ার ছেলে লাক মিয়া (৪২)।
আহতদের মধ্যে মকবুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ককটেল বিস্ফোরণে তার চোখ জখম হয়। অন্যদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সারাবাংলা/এসআর