কপ২৯ সম্মেলন
‘ঋণের জালে আটকা পড়ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো’
১৮ নভেম্বর ২০২৪ ২২:০৯
আজারবাইজান থেকে: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, উন্নত দেশগুলোর স্বদিচ্ছার অভাবে ঋণের জালে আটকা পড়ছে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। এই সংকট মোকাবিলায় গ্র্যান্ড ছাড়া বিকল্প পথ নাই। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিপূরণ আদায়ে বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।
সোমবার (১৮ নভেম্বর) আজারাবাইজানের বাকুতে অনুষ্ঠিত ২৯তম জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলনে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট নিয়ে ইভেন্ট করে বাংলাদেশ। সেখানে তিনি এসব কথা বলেন। ইভেন্টে ২০২৪ সালের বন্যার আর দুর্যোগ পরিস্থিতি যেখানে তুলে ধরা হয়।
বাংলাদেশের প্রতিনিধিরা বলছেন, ক্ষয়ক্ষতির অর্থ আদায় করতে একটি আন্তর্জাতিক মানের পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। জোর প্রচেষ্টা চালানো হচ্ছে এই জন্য যাতে বাংলাদেশের এই চিত্রটি বিশ্ব গ্রহণ করে। এ নিয়ে যথাযথভাবে কাজ চলছে।
বিশেষজ্ঞরা মনে করেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর এখন আর প্রমাণের কিছু নেই। টেবিলের আলোচনা বাদ দিয়ে টাকা ছাড়ে একমত হতে হবে বিশ্ব নেতাদের।
বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো আরও বেশি ঋণের জালে আটকা পড়ছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে তাতে সব দেশ একমত হওয়াটাই কঠিন। উন্নত দেশের স্বদিচ্ছা না থাকলে মানবাধিকার আরও লঙ্ঘন হবে।’
দ্বিতীয় ধাপের প্রথম দিনে মন্ত্রী পর্যায়ের আলোচনায় এসব বিষয় কতটা মিমাংসিত হয় এবং অর্থ পাওয়ার বিষয়টি কতদূর এগোয় সেটাই এখন দেখার পালা।
সারাবাংলা/ইউজে/পিটিএম