‘রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব না’
১৮ নভেম্বর ২০২৪ ২২:৩১
যশোর: অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব না, এটি একটি চলমান পক্রিয়া। অন্তর্বর্তী সরকার সেই পক্রিয়া অনুযায়ী কাজ করছে। এই মুহূর্তে সবথেকে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপদ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় যশোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, সুধি সমাজ, ছাত্র নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশী। সবাই চায় দ্রুত রাষ্ট্রের সংস্কার হোক। কিন্তু এটি বাজারে কিনতে পাওয়া যায় না। রাষ্ট্র সংস্কার একটি চলমান পক্রিয়া এটি একদিনে সম্ভব না। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের বিষয়ে বার বার সংলাপ চালিয়ে যাচ্ছে। বেশ কিছু বিষয়ে অগ্রগতিও হয়েছে। দ্রুতই সাধারণ মানুষের কাছে সেগুলো দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি সরকারের চলমান কর্মকাণ্ড, কাজের ক্ষেত্রে সমস্যা, রাজনৈতিক দলের সদিচ্ছা, সংবিধান সংস্কারে কমিশনের কতটুকু দায়িত্ব বা ভূমিকা, ভূমি মন্ত্রণালয় ও বিমানের বর্তমান অবস্থা, মানুষের অস্থা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এছাড়াও মতবিনিময় সভায় যশোরে পর্যটন খাতে উন্নতি, দুর্নীতিমুক্ত ভূমি অফিস ও যশোরে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের আহ্ববান প্রসঙ্গে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ইতিহাস ঐটিহ্যে ঘেরা যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে বিষয়টি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেয়া হবে। যশোরসহ সারাদেশের ভূমি অফিসে দুর্নীতি বন্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মতবিনিময় শুরুর আগে জুলাই অভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফিরত কামনায় একমিনিট নিরাবতা পালন করা হয়।
এর আগে সকালে বেনাপোলের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এসময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
মতবিনিনময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ, জেলা পরিষদ সিইও আসাদুজ্জামান, সিভিল সার্জন মাহমুদুল হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক, সুধী সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।
সারাবাংলা/এসআর