সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার
১৮ নভেম্বর ২০২৪ ২৩:৩৭
ঢাকা: সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে আজ রাতে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।’
জানা গেছে, সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এবং ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামরুল ইসলাম। তিনি আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও, খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম কিনে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তদন্ত করছে দুদক।
সারাবাংলা/ইউজে/জিএস/পিটিএম