Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঠ্যপুস্তকের ত্রুটি কমাতে চেষ্টা করা হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১৩:৩৮

সুনামগঞ্জের পৌর শহরের সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

সুনামগঞ্জ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলাদেশের পাঠ্যপুস্তকে ত্রুটি কমানোর চেষ্টা করছে সরকার। বই হাতে পেলেই বুঝা যাবে কতটুকু ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে পাঠ্যপুস্তকের ত্রুটি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জের পৌর শহরের সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি শৈশবের সৃতিচারণ করে বলেন, একটা সময় পড়াশুনা করার জন্য দূর্গম এলাকা মধ্যনগর থেকে লঞ্চ দিয়ে শহরের এই ঐতিহ্যবাহী জুবলী স্কুলে আমি আসতাম। যখন লঞ্চ বন্ধ থাকত তখন নৌকা করে আসতাম। তাই আমার মনে হয় জুবলী স্কুলসহ দেশের সকল পুরাতন বিদ্যালয়গুলোকে বিশ্বের দরবারে আমাদের তুলে ধরা উচিৎ।

এর আগে বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে উদযাপন করেন তিনি। পরে শৈশবে কাটানো পুরো বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয়ের ছাত্রাবাস ও পুরনো সেই লঞ্চঘাট ঘুরে দেখেন তিনি।

সারাবাংলা/এমপি

পাঠ্যপুস্তক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর