ম্যাক্সিমাম মামলাই ভুয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৯ নভেম্বর ২০২৪ ১৬:৫০
চট্টগ্রাম ব্যুরো: গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকসহ বিভিন্নজনের বিরুদ্ধে হওয়া মামলার অধিকাংশই ‘ভুয়া’ বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘এখানে ম্যাক্সিমাম মামলাই ভুয়া। ভুয়া মামলাই এখানে সবচেয়ে বেশি। আগে ভুয়া মামলা করতো পুলিশ। সেখানে তারা ১০টা নাম দিতো আর ৫০টা বেনামি দিত। এখন জনগণ দিচ্ছে ৫০টা নাম আর ১০ বেনামি। কেউ যাতে হেনস্থা না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা সেটা আমি বলবো মোটামুটি, তবে এখনও পুরোপুরি সন্তোষজনক নয়। এরজন্য আমরা চেষ্টা করছি। সন্তোষজনকের পর আশা রাখি ভালো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কোন সময় ভালো ছিল সেটা আপনারা ভালো বলতে পারবেন।’
‘আপনারা সবসময় বলেন ভালো ছিল না। কিন্তু কোন সময় ভালো ছিল সেটাও বলেন না। কোন সময় ভালো ছিল সেটাও আপনারা বলেন না। এত ভালো একটি পূজা হয়ে গেল সেটাও আপনারা কম বলেছেন।
পুলিশের মনোবল আগে থেকে বৃদ্ধি পেয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের মনোবল আগে থেকে আরও বৃদ্ধি পেয়েছে। যদি গ্রাফ ওপর দিকে যায় তাহলে ভালো আর নিচের দিকে গেলে খারাপ। পুলিশের মনোবলের গ্রাফ এখন থেকে আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে। আমাদের আরেকটু সময় দিতে হবে।
পুলিশের যে দুই হাজার সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘যারা এখনও কাজে জয়েন করেনি তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের ধরা হবে।’
এসময় পুলিশের আইজিপি ময়নুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, জেলার প্রশাসক ফরিদা খানম ও র্যাবের মহাপরিচালক শহিদুর রহমান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইসি/এমপি