Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদকে ভিসা দেওয়ার দাবি– প্রধান উপদেষ্টাকে মুফতি ইজাহারের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ২০:১৭

চট্টগ্রাম ব্যুরো: টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আসার জন্য দিল্লির মাওলানা সাদ কান্ধলভিকে ভিসা দেওয়ার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূকে চিঠি দিয়েছেন ইসলামী ঐক্যজোট নেতা মুফতি মুহাম্মদ ইজাহারুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠানোর কথা তিনি নিজেই সারাবাংলাকে জানিয়েছেন।

মুহাম্মদ ইজাহারুল ইসলাম চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) সন্ধ্যায় আমি নিজের প্যাডে, নিজে স্বাক্ষর করে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছি। চিঠিতে আমি মাওলানা সাদ কান্ধলভির বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ করেছি।’

চিঠিতে তিনি উল্লেখ করেন, মাওলানা সাদ কান্ধলভির বাংলাদেশে আগমন নিশ্চিত হলে কমপক্ষে ২০ হাজার বিদেশি অতিথির বিশ্ব ইজতেমায় অংশগ্রহণও নিশ্চিত হবে। এদের মধ্যে আরব দেশের রাজ পরিবারের প্রায় দুই-তিন হাজার সদস্য থাকবেন।

‘গত ৮ বছর ধরে ফেরারি ফ্যাসিবাদি সরকারের কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সাদ কান্ধলভিকে বিশ্ব ইজতেমায় আসতে না দিয়ে বাংলাদেশের মানসম্মানের কী অপূরণীয় ক্ষতি করেছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না।’

প্রধান উপদেষ্টাকে ইজাহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘আশা করি, আপনি দেশের মানসম্মান ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করে সমস্ত মুসলিম উম্মাহর প্রশংসা অর্জনে ব্রতী হবেন।’

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ ইজাহারুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া লালখানবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক। তিনি ইসলামী ঐক্যজোট বাংলাদেশের একাংশের চেয়ারম্যান এবং হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা নায়েবে আমীর।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর