Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ু দূষণ
দিল্লিতে বেড়েই চলছে সড়ক দুর্ঘটনা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ১১:৩৫

বায়ুদূষণের ফলে দিল্লিতে একটু দূরের জিনিস দেখা যাচ্ছে না। ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে দিল্লির একিউআই ছিল পাঁচশর বেশি। প্রবল দূষণে দৃ্শ্যমানতা কমে যাওয়ায় সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। গতকাল সড়ক ‍দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন। আহত হয়েছে আরও অন্তত ৩৬ জন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ডয়েচে ভেলের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতে বায়ু দূষণের ফলে ভোরের দিকে বা রাতে হাইওয়েগুলোতে দৃ্শ্যমানতা খুবই কমে যাচ্ছে। মাঠ থেকে কুয়াশা উঠছে। দূষমের চাদরে তা আটকে যাচ্ছে। ফলে সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। এর ফলে নয়ডা এবং পশ্চিম উত্তরপ্রদেশে বিভিন্ন দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন এবং ৩৬ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

বুলন্দশহর ও মৈনপুরীতে ট্রাকের ধাক্কায় দুইজন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুইটি জায়গাতেই বাইক আরোহীকে ধোঁয়াশার জন্য ট্রাকচালক দেখতে পায়নি।

ইস্টার্ন পেরিফেরিয়াল এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক খারাপ হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। একটি বাস ধোঁয়াশার মধ্যে ট্রাকটি দেখতে পায়নি। সেটি সোজা গিয়ে ট্রাকে ধাক্কা মারে। ১২ জন যাত্রী আহত হয়েছেন।

আগ্রার কাছে ফিরোজাবাদে এই একই কারণে পরপর ছয়টি গাড়ি একে অপরকে ধাক্কা মেরেছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতেও একই ধরনের ঘটনা ঘটেছে। দুইটি ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সারাবাংলা/এইচআই

দিল্লি বায়ু দূষণ ভারত

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর